সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন অপু বিশ্বাস

বেশ কিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি
বিজ্ঞাপন
ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের বেশি সময় ধরে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে বেশ সরব হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনবেন বলে গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই নায়িকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরকীয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বিজ্ঞাপন
অপু বিশ্বাস মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় মনোনয়ন ফরম ক্রয় করবেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেকে রাজনীতির সাথে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে আমি মনে করি। মনোনয়নপত্র সংগ্রহ করব বাকিটা উপরওয়ালার ইচ্ছা।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে এসেছি। আমি বুঝি একজন নারীকে বিভিন্ন ক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার জন্য সুযোগ করে দেবেন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে পেক্ষাগৃহে আসবে।
এমএল/