Logo

আমরা কত অসহায়: ইভানা

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০২:৪৫
106Shares
আমরা কত অসহায়: ইভানা
ছবি: সংগৃহীত

বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই ভবনের সামনে অবস্থান নেয়

বিজ্ঞাপন

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এরমধ্যে নিহত ৪০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং স্ব স্ব পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। হৃদয়বিদারক এই বিষয়টি গভীরভাবে নাড়া দিয়েছে দেশবাসীকে। এ ঘটনায় শোকে কাতর শোবিজের তারকারাও। ঢালিউড থেকে শুরু করে টিভি ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা সবাই শোক প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। সেই কাতারে অভিনেত্রী ইভানাও আছেন।

ইভানা তার সামাজিক মাধ্যম পেজে পোস্ট করেছেন, আমরা কত অসহায়, আল্লাহ।

বিজ্ঞাপন

অন্যদিকে শোকস্তব্ধ অভিনেত্রী রুনা খান। যেন কিছুই বলার ভাষা নেই তার। তিনি শুধু লিখেছেন, গভীর শোক।

বিজ্ঞাপন

আলোচিত অভিনেতা জায়েদ খান নিজের সোশ্যাল সাইটে লেখেন, ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বিজ্ঞাপন

অভিনেতা সাইমন সাদিক লিখেছেন, ৪৬ জন মানুষের মৃত্যু আপনার কাছে খুব অল্প মনে হচ্ছে??? একবার ভাবুন তো এই ৪৬ জনের সাথে কতশত হাজার হাজার জনের সখ্যতা ও ভালোবাসার সম্পর্ক ছিল! ভাবুন, আসুন আমরা সাবধান হই, একটু বিবেকবান হই, সৎ হই, পরিশেষে মানুষ হওয়ার চেষ্টা করি! মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ট্যাগ লাগিয়ে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই ভবনের সামনে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

ছয়তলা ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাং ফোনের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, খানাস, ইলিন এবং পিৎজা ইন আছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD