শরিফুল রাজের যতটুকু অসম্মান প্রাপ্য আমি ততটুকু করব: পরীমণি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরী
বিজ্ঞাপন
গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণি। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান রাজ্যকে নিজের কাছেই রেখেছেন এই নায়িকা। এই সময়ের মধ্যে ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পরী।
কাজের জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, অভিনয়, ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পরী।
বিজ্ঞাপন
আর যেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজের প্রসঙ্গও। পরীমণির কাছে জানতে চাওয়া হয়, কিছুদিন আগে তুমি যখন সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে, তখন শরিফুল ইসলাম রাজ পদ্মকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। বিষয়গুলো তুমি কীভাবে দেখছো?
বিজ্ঞাপন
এর উত্তরে টিপ্পনী কেটে নায়িকা বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই পোস্টটা না দিলে তো আমার সন্তান ভালোই হতো না। আমরা খুবই উপকৃত হয়েছিলাম (হাহাহা)।’
বিজ্ঞাপন
এরপর সাবেক স্বামী শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমণি বলেন, ‘আমার মনে হয় এটা সবারই জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্বই বহন করে না কিন্তু নিজের সন্তান বলে বেড়ায় তাকে আমি কখনোই ছেড়ে দেব না। যারা মা হয়েছেন, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছি।’
বিজ্ঞাপন
ছেলের কোনো খোঁজখবর রাখেন না শরিফুল রাজ, এমনটা জানিয়ে তিনি বলেন- ‘সে এখনও পর্যন্ত আমার ছেলের একটা খোঁজ খবর নেয়নি। আমার ছেলের খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার সন্তান। আমার সন্তানের খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে কখনো দরকার নেই। আমি আর কারও নামই কখনো উচ্চারণ করতে চাই না। এই নামটার সাথে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা ও সম্মান তো দূরের কথা, কোনো কিছুই নেই।’
বিজ্ঞাপন
সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরী বলেন, ‘যে মানুষটা আমার সন্তানের বাবা আমি তাকে কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য আমি সেটুকুই করব, এবং সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। এমনকে সেই অসম্মানটা সম্পূর্ণ দুনিয়া না, আমিই তাকে করব। কেননা এটা সে ডিজার্ভ করে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।
এমএল/








