Logo

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিবেন মাহি-নাসরিন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ০৪:৩৮
84Shares
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিবেন মাহি-নাসরিন
ছবি: সংগৃহীত

অন্যদিকে অভিনেত্রী নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন

বিজ্ঞাপন

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়াবেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। এই দুজনের মধ্যে অভিনেত্রী মাহি মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এবং অন্যদিকে অভিনেত্রী নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে নাসরিন জানান, এবারের শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং সমিতির কার্যকরী পরিষদে থাকতে চাই। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে বিজয়ী হয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে নায়িকা মাহির বিষয়টা এখনও পর্যন্ত গোপন রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তবে কোন পদে প্রার্থী হবেন তিনি, সেটা এখনও স্পষ্টভাবে জানাননি তিনি। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে, মাহিয়া মাহি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ি শুক্রবার (১৯ এপ্রিল) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিলও ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফলে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিজেদের প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

সোমবার (৪ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল ঘোষণা করা হবে ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD