কে হচ্ছেন ছোট ‘ভাইজানের’ হবু স্ত্রী?

সে খুবই সুন্দরী। তার লম্বা চুল এবং সুন্দর চোখ।
বিজ্ঞাপন
আরব আমিরাতের জনপ্রিয় গায়ক ও বিগ বস ১৬ খ্যাত সালমান খানের ‘ছোট ভাইজান’ হিসেবে পরিচিত আব্দু রোজিক এবার বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।
বৃহস্পতিবার (৯ মে) ভক্তদেরকে নিজেই সুসংবাদটি দিয়েছেন এই গায়ক। একটি ভিডিও শেয়ার করে ছোট ভাইজান লিখেছেন, চলতি বছরের ৭ জুলাই বিয়ে করতে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে আংটি বদল হয়েছে তার। সেই ছবিও শেয়ার করেছেন ছোট ভাইজান। আরব আমিরাতে ২৪ এপ্রিল আংটি বদল হয় ২০ বছর বয়সি ছোট ভাইজানের। তার হবু স্ত্রীর নাম আমিরা। তার বয়স মাত্র ১৯ বছর। বর্তমানে আমিরা পড়াশোনা করছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। এখন পর্যন্ত শুধু ভবিষ্যৎ স্ত্রীর তথ্যই প্রকাশ পেয়েছে।
বিজ্ঞাপন
আব্দু রোজিক ও আমিরার প্রথম দেখা হয় দুবাইয়ের একটি শপিং মলে। তারপর থেকেই শুরু হয় দুজনের প্রেমের গল্প।
বিজ্ঞাপন
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্ত্রীর প্রশংসা করে ছোট ভাইজান জানান, সে খুবই সুন্দরী। তার লম্বা চুল এবং সুন্দর চোখ।
তিনি আরও বলেন, আমরা যখন শপিং মলে দেখা করি, তখন আমিই প্রথমে আমিই কথা বলার চেষ্টা করেছিলাম। এরপর আমরা একে অপরের নম্বর আদান-প্রদান করি এবং তারপর আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যাই।
বিজ্ঞাপন
জেবি/আজুবা








