Logo

‘গিভ অ্যান্ড টেক’ শর্ত দিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ০৭:০৪
93Shares
‘গিভ অ্যান্ড টেক’ শর্ত দিয়ে যা বললেন মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

নায়িকা বলেন, ছোটবেলা থেকেই তিনি পছন্দ করেন শাকিব খানকে । তার সাথে কাজের ব্যাপারেও কথা চলছে।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা চিত্রনায়ক শাকিব খান। বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছে  তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শাকিব খান। শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। এবার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। কিছু সংবাদকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। 

শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই ধরে রাখতে চেয়েছেন তিনি। নায়িকা বলেন, ছোটবেলা থেকেই তিনি পছন্দ করেন শাকিব খানকে । তার সাথে কাজের ব্যাপারেও কথা চলছে। 

বিজ্ঞাপন

মিষ্টির এমন মন্তব্যের পর জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। পাশাপাশি অনেকে তার চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই চিত্রনায়িকাকে নিয়ে। এবার এসব গুঞ্জনের খোলামেলা উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।

বিজ্ঞাপন

এতোদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে  বলেন, সমপর্যায়ে তো পেতে হবে। সমপর্যায়ে কাওকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলব।

বিজ্ঞাপন

নায়িকা বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনের মেয়ে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD