Logo

এবার জয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি মিষ্টি জান্নাতের

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৪, ০৬:৪৭
63Shares
এবার জয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি মিষ্টি জান্নাতের
ছবি: সংগৃহীত

‘শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর বয়কট করা উচিত

বিজ্ঞাপন

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ঘটনা শাকিব-মিষ্টি-জয়। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত যতটা না সিনেমা করে আলোচনায় এসেছেন, তার থেকে বেশি সমালোচিত হয়েছেন ব্যাক্তিজীবন নিয়ে। এবার আবার আলোচনায় এসেছেন চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে এমনটাই বলছেন দর্শকরা। 

 

একই ঘটনাকে কেন্দ্র করে মিষ্টি ক্ষেপেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ওপর। এর আগে চড় মারতে চেয়েছিলেন। এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন। এছাড়া জয়ের নামে ছোটপর্দার অভিনয় শিল্পী সংঘ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগও করেছেন।। সম্প্রতি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এই নায়িকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নায়িকা জানান, ‘জয় ভাইয়ের বাজে আচরণ নতুন কিছু নয়। ২০২০ সালে প্রথম জয় ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সে সময় আমাকে প্রচণ্ড অপমান করে কথা বলেছিলেন তিনি। তখনই তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতে চেয়েছিলাম। তিনি প্রত্যেক শিল্পীকে নিয়ে বাজে বাজে কথা বলেন। মুরাদকে বলেন টাকলা মুরাদ, ইকবালকেও বলেন টাকলা ইকবাল। ডিপজল ভাই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন; ওমর সানী ও মৌসুমী আপু তাকে মারতে গিয়েছিলেন, বাপ্পী একবার তাকে বেয়াদব বলেছিল। অপু বিশ্বাস দিদি ও পরীমণিও তার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যেভাবে কথা বলেন, সেটাই তো ভালো না। কাউকে অপমান করে কথা বলতে পারেন না উনি।’

বিজ্ঞাপন

মিষ্টি আরও বলেন, ‘শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর বয়কট করা উচিত। ইতিমধ্যে এ বিষয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের পরামর্শেই জয় ভাইয়ের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘে চিঠি দিয়েছি। আমি চাই, জয় ভাই এখানেই যেন থেমে যান। তিনি যদি চুপ না হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি জান্নাত জানান, ‘বিয়ের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমি কোথাও বলিনি যে আমি শাকিব ভাইকে বিয়ে করতে চাই। বিয়ের বিষয়টি আমার পরিবার দেখবেন। শাকিব ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি সিনেমার কথা চলছে। তারই মধ্যে লোকজন আমার বিরুদ্ধে কুৎস রটানোর চেষ্টা করছে। অনেকেই আবার বলছে। আমার সঙ্গে শাকিব ভাইয়ের বিয়েও হয়ে গেছে। কিন্তু এ সমস্ত সংবাদ সম্পূর্ণই মিথ্যা। আমার এখনও বিয়েই হয়নি।’

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এবার জয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি মিষ্টি জান্নাতের