Logo

ঢাকা শিল্পকলা একাডেমীর মঞ্চ মাতালো ১৯ জন শিল্পী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ০৪:৫২
54Shares
ঢাকা শিল্পকলা একাডেমীর মঞ্চ মাতালো ১৯ জন শিল্পী
ছবি: সংগৃহীত

গীতিকার এ্যাড. মাজহারুল ইসলাম সরকার তার মন পবন গানে বর্তমান সময়ের তরুণ, মধ্যবয়সী, বয়জোষ্ঠদের নিয়ে

বিজ্ঞাপন

দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী, গীতিকার, কবি-সাহিত্যিক, মানবাধিকার কর্মী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম সরকারের “সুরে সুরে মন পবন” নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ মে) বিকাল ৪ টায় ঢাকা শিল্পীকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তার লেখা গানে এবং মো. তজিরুল ইসলামের সুরে ঢাকার শত শত সংগীত পিপাসু স্রোতাদের মাতিয়ে দিয়েছে ১৯ জন প্রখ্যাত দেশী-বিদেশী কন্ঠশিল্পী। 

বিজ্ঞাপন

“সংগীত সমৃদ্ধ হোক জীবন” -এই শ্লোগানকে সামনে রেখে মাসিক সরগম ঢাকার আয়োজনে এবং দেশ বিদেশের প্রতিষ্ঠিত ১৯ জন কন্ঠশিল্পীদের “সুরে সুরে মন পবন” অনুষ্ঠানে যারা মঞ্চ কাঁপিয়ে তুললেন তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা তিমির নন্দী, সুজিদ মোস্তফা, ইয়াসমিন মুশতারী, ড. প্রিয়াংকা গোপ, সমরজিৎ রায়, পূজন কুমার দাস, মাহমুদুল হাসান, অরূপ বিশ্বাস, জুলি শারমিলী, শিল্পী বিশ্বাস, ত্রিবেনী পান্না, বর্ণালী সরকার, মনিরা মনি, মনিরা রওনক বুবলি, নুসরাত জাহান সুমী, কলকাতার বিশিষ্ট কন্ঠশিল্পী বিপ্লব ঘোষ, বেগম লুৎফুন্নেছা, খালেদা হক ও শিতাব তাহমিদ। 

বিজ্ঞাপন

গীতিকার এ্যাড. মাজহারুল ইসলাম সরকার তার মন পবন গানে বর্তমান সময়ের তরুণ, মধ্যবয়সী, বয়জোষ্ঠদের নিয়ে লেখা বিশেষ করে যারা শুদ্ধ সংগীতের চর্চা করেন তার এই সুরে সুরে মন পবন অনুষ্ঠানটি ঢাকার সংগীত জগতের সংগীত পিপাসু স্রোতাদের মাঝে যথেষ্ঠ আলোড়ন সৃষ্টি করেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গীতিকার এ্যাড. মাজহারুল ইসলাম সরকার গীতিকার হিসেবে স্থানীয় শিল্পীরা দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা দিনাজপুরবাসীকে ও দিনাজপুরের সংগীত পিপাসু শ্রোতাদের উপহার দিয়েছিলো।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD