Logo

শাকিবের ‘দরদ’ মুক্তি নিয়ে অপু বিশ্বাসের উচ্ছ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৪, ০৩:০৫
47Shares
শাকিবের ‘দরদ’ মুক্তি নিয়ে অপু বিশ্বাসের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

সেই জায়গা থেকে ‘দরদ’ এবং পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইলো

বিজ্ঞাপন

বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের পরে এতো বড় পরিসরে বাংলা চলচ্চিত্র মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই পরিচালক। প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শাকিব খানের সর্বাধিক চলচ্চিত্রে চিত্রনায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঈদের অনেক দিন পর মুক্তি পেলো শাকিবের সিনেমা। ‘দরদ’ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর বরাবরই শাকিব খানের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, শাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। যেটা অপ্রিয় হলেও সত্য কথা। সেই জায়গা থেকে ‘দরদ’ এবং পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে ‘দরদ’। লন্ডন, মালদ্বীপ এবং ইউএসের যে সব পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানান ছবিটির পরিচালক অনন্য মামুন।

এদিকে এতো দেশে একযোগে শাকিবের ‘দরদ’ মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি সিনেমাটি। দুই সপ্তাহ পর নাকি ভারতীয় সিনেমাপ্রেমীরা হলে দেখতে পাবেন ছবিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিচালক বলেন, দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহের মতো পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শাকিবের ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করেছেন, বলিউডের রাহুল দেব, টালিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈনসহ অনেকেই।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD