Logo

আবারও কম বয়সী যুবকের প্রেমে মালাইকা

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, ২৪:৪৯
38Shares
আবারও কম বয়সী যুবকের প্রেমে মালাইকা
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা

বিজ্ঞাপন

ক্যারিয়ারের থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সংসার টেকেনি এই অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের প্রেমে জড়ান। আর সেই সম্পর্ক ভাঙতেই এবার নতুন প্রেমে মালাইকা!  বি-টাউনে গুঞ্জন, রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে মজেছেন মালাইকা।

বিজ্ঞাপন

গুঞ্জনের শুরু হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। একটি ভাইরাল ক্লিপে দেখা মিলে, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না, এপি ধিলোঁর সঙ্গে ডেট করছেন না মালাইকা। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সাথে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকা আরোরার একটি ছবি শেয়ার করেন রাহুল। ক্যাপশনে তিনি লেখেছেন, ‘দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল?’ তারপরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। তবে অভিনেত্রীর জীবনে কে এই নতুন পুরুষ, যিনি মালাইকার মনের ক্ষত সারাচ্ছেন।

 রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া ও এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। এছাড়াও রাহুল বিনোদন জগতের সঙ্গে দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন। সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু রাহুলের। ইন্ডাস্ট্রিতে তার বয়স ১৩ বছর। এখনও ৪০-এর গণ্ডি পার করেননি অভিনেত্রীর চর্চিত এ প্রেমিক। মালাইকার থেকে বয়সে অনেকটাই ছোট তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগেই অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন অভিনেত্রী। তবে চলতি বছরের অক্টোবরে ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেছিলেন, তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD