Logo

১২ টা বিয়ে করার ইচ্ছা পরীমণির!

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৭:৪৩
29Shares
১২ টা বিয়ে করার ইচ্ছা পরীমণির!
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমণি আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায় সময়েই সংবাদের শিরোনাম হন তিনি। নানা বিতর্ক, গুঞ্জন কিংবা সমালোচনা—কিছুই তাকে থামাতে পারেনি। বরং সবকিছুর মধ্যেই তিনি থাকেন খোলামেলা ও আত্মবিশ্বাসী।

বিজ্ঞাপন

সম্প্রতি এক পডকাস্টে পরীমণি নিজের জীবনের এক অজানা অধ্যায় প্রকাশ করেন। সেখানে তিনি জানান, অভিনয়ে আসার আগেই তিনি খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন।

তিনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

বিজ্ঞাপন

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়- তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, শেখ সাদি কি পরীমণির প্রেমিক? প্রশ্ন শুনে হেসে তিনি বলেন, “না, ও আমার ছোট ভাইয়ের মতো।”

বিজ্ঞাপন

এরপর প্রশ্ন আসে, এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, না। কারও সঙ্গে সম্পর্কে আছ- জানতে চাইলে পরীমনির উত্তর, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD