Logo

নতুন দুই সিনেমায় শাকিব খান

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৭:৫৫
12Shares
নতুন দুই সিনেমায় শাকিব খান
ছবি: সংগৃহীত

‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই শাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছিল। শোনা যাচ্ছিল রায়হান রাফী, মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, আসিফ আকবরসহ একাধিক নির্মাতার নাম। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন দুটি সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

বিজ্ঞাপন

আজ (৬ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে দুটি সিনেমার জন্য চুক্তি সম্পন্ন করেন তিনি। প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

চুক্তি সম্পন্নের পর শাকিব খান বলেন,

বিজ্ঞাপন

“আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ স্বরূপ। তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, তাদের মতো আরও প্রতিষ্ঠান চলচ্চিত্রের উন্নয়নে এগিয়ে আসবে।”

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন,

“শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি নাম। ২৬ বছরেরও বেশি সময় ধরে তিনি নিরলসভাবে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন—এজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের এই যাত্রা চলচ্চিত্র অঙ্গনে নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

বিজ্ঞাপন

জানা গেছে, শাকিব খান ইতোমধ্যেই সানের ব্যানারে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘সোলজার’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেমকে উপজীব্য করে নির্মিত এই সিনেমার কাহিনি, আধুনিক নির্মাণশৈলী ও বিশাল আয়োজন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব খানের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারেই আগে ‘হাওয়া’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল, যা দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD