যে সিনেমায় মাত্র ১ টাকা পারিশ্রমিক নেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির মিলেঙ্গে’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন একজন এইচআইভি পজিটিভ যুবকের চরিত্রে, যা অনেকের জন্য ছিল চমক।
বিজ্ঞাপন
সম্প্রতি সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং জানিয়েছেন, জনসচেতনতামূলক এই সিনেমায় অভিনয়ের জন্য সালমান পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা গ্রহণ করেছিলেন।
শৈলেন্দ্র সিং বলেন, সেই সময়ে বলিউডে এইচআইভি বা এইডসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা ঝুঁকিপূর্ণ ছিল। অন্য নায়কেরা নায়কসুলভ চরিত্রে থাকতে চাইতেন, কিন্তু সালমান মহৎ উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে এই চরিত্রে রাজি হন।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেছেন, সালমান তখন বলিউডের সুপারস্টার ছিলেন, তবুও এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যার শেষ পরিণতি মৃত্যু। এটি তার মানবিক দৃষ্টিভঙ্গি ও সমাজ সচেতনতারই প্রকাশ।
বলিউডে ‘ভাইজান’ খ্যাত সালমান খান শুধুমাত্র তার অভিনয়কেই সমালোচনার কেন্দ্রবিন্দু করেননি, বরং দানশীলতা ও মানবিক কর্মকাণ্ডের জন্যও প্রশংসিত। তার দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। ‘ফির মিলেঙ্গে’-তে ১ টাকার পারিশ্রমিক নিতেই তার মানবিক মনোভাব ফুটে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








