বলিউডে মেধা নয়, বাজেট দেখে কাস্টিং হয়: ইমরান খান

অভিনেতা ইমরান খান সম্প্রতি এক পডকাস্টে বললেন, বলিউডে অভিনয়শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে মেধার চেয়ে বাজেটকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০১৩ সালের ‘মাত্রু কি বিজলি কা মন্ডোলা’ সিনেমায় তিনি প্রথম পছন্দ ছিলেন না। শুরুতে নির্মাতারা অজয় দেবগনকে নিতে চেয়েছিলেন, কিন্তু বাজেট সীমাবদ্ধতার কারণে ইমরানকে নেওয়া হয়।
তিনি বলেন, “সিনেমার জন্য সঠিক অভিনেতা নির্বাচন করা হয় না, বরং দেখা হয় কার খরচ কম এবং সিনেমা কত আয় করতে পারবে।”
বিজ্ঞাপন
ইমরান জানান, ২৫ বছর বয়সে তিনি প্রতি সিনেমা ৭–১০ কোটি রুপি আয় করতেন, যদিও শুরুর দিকে মাত্র ৫ লাখ রুপিতেও কাজ করতে রাজি ছিলেন।
ব্যক্তিগত জীবনের কষ্টের কথাও শেয়ার করেন ইমরান। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর তীব্র অবসাদে ভোগেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার ‘হ্যাপি প্যাটেল’ সিনেমার মাধ্যমে আবারও বলিউডে ফিরছেন।








