Logo

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২৩:৩৫
87Shares
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
ছবি: সংগৃহীত

মৃতদের অগ্নিদগ্ধ দেহ শনাক্তকরণ করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। দুর্ঘটনা ঘিরে তদন্ত জারি রয়েছে।

বিজ্ঞাপন

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৭ জন।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দেশটি মধ‍্যপ্রদেশে গুণা- হারুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার পর ৪জন যাত্রী দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান। তাঁরা বাড়িতে ছুটে পালান। বাকিরা বাসের মধ‍্যে আটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ‍্যে কেউই বর্তমানে সংকটজনক নেই।

বিজ্ঞাপন

অপরদিকে, মৃতদের অগ্নিদগ্ধ দেহ শনাক্তকরণ করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। দুর্ঘটনা ঘিরে তদন্ত জারি রয়েছে।

বিজ্ঞাপন

মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী মোহন যাদব ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের জন‍্য ৪ লক্ষ এবং আহতদের জন‍্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সকালেই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার জন‍্য গুণার উদ্দেশে রওনা দিয়েছেন মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD