Logo

হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে, নির্দেশ প্রধান উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮
8Shares
হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে, নির্দেশ প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

তিনি স্পষ্টভাবে বলেন, হামলাকারীরা যেন কোনোভাবেই দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এবং পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শরিফ ওসমান হাদির ওপর হামলা একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তিনি এ ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তার ভাষায়, এই হামলার মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের অপচেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করা হবে এবং জাতির ওপর অপশক্তির আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। যত বাধা ও প্রতিকূলতা আসুক না কেন, কোনো শক্তিই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান জানান, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও এর নেপথ্য পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবাই যেন মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বৈঠকে পুলিশ জানায়, ইতোমধ্যে হামলাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য আস্তানায় অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, হামলাকারীরা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে যারা সম্ভাব্য ঝুঁকিতে থাকতে পারেন, তাদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD