Logo

হজে যেতে না পেরে দুঃখ প্রকাশ গাজার বৃদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০২:৪২
59Shares
হজে যেতে না পেরে দুঃখ প্রকাশ গাজার বৃদ্ধার
ছবি: সংগৃহীত

কিন্তু তারা কেউই সরাসরি গাজা থেকে আসেননি বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ইতোমধ্যে শুরু হয়েছে ১৪৪৫ হিজরি সনের হজ। শুক্রবার (১৪ জুন) থেকে হজযাত্রীরা হজের আনুষ্ঠানিকতা শুরু করেন। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে গেছেন ১৫ লাখের বেশি হজযাত্রী।

এরমধ্যে ৪ হাজার ২০০ জন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর থেকে গেছেন। তবে ফিলিস্তিনের আরেক অংশ গাজা থেকে সরাসরি একজনও সৌদিতে আসতে পারেননি। কারণ দখলদার ইসরায়েলি সেনারা গাজাকে অবরুদ্ধ করে রেখেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিসরে যান। এরপর সেখান থেকে তারা পৌঁছান সৌদিতে। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলিরা।

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ও আহত ফিলিস্তিনিদের পরিবারের ১ হাজার সদস্য এবার বাদশা সালমানের আমন্ত্রণে হজ করতে এসেছেন। কিন্তু তারা কেউই সরাসরি গাজা থেকে আসেননি বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাফা ক্রসিংটি বন্ধ হওয়ার আগে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য মিসরসহ অন্যান্য জায়গায় গিয়েছিলেন। তারাই বাদশার আমন্ত্রণে এবার হজ করার সুযোগ পেয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের ৭৫ বছর বয়সী বৃদ্ধা আমনা আবু মুতলাক- তিনি এ বছর হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এই বৃদ্ধা বার্তাসংস্থা এপিকে বলেছেন, “আমরা হজ করা থেকে বঞ্চিত হয়েছি কারণ রাফা ক্রসিং বন্ধ। আমরা বঞ্চিত হয়েছি যুদ্ধ এবং ধ্বংসের কারণে। তারা (ইসরায়েল) আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে।”

বিজ্ঞাপন

সূত্র: এপি

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD