Logo

এতদিন আপনাদের দাবি-দাওয়া কোথায় ছিল: জামায়াত আমির

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৪, ০২:৪৮
এতদিন আপনাদের দাবি-দাওয়া কোথায় ছিল: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ছাত্ররা শান্ত করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। এরপর ছাত্ররা তাদেরকে প্রতিরোধ করেন

বিজ্ঞাপন

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরতদের উদ্দেশ্য করে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এতদিন আপনাদের সবার দাবি-দাওয়া কোথায় ছিল?

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সচিবালয়ে রবিবার (২৫ আগস্ট) অপ্রীতিকর ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, “আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। ছাত্ররা শান্ত করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। এরপর ছাত্ররা তাদেরকে প্রতিরোধ করেন।”

বিজ্ঞাপন

তিনি  আরও বলেন, “গণবিপ্লব বাধাগ্রস্ত করতে যারাই এগিয়ে আসবে তাদেরকে প্রতিরোধ করা হবে। জনগণ তাদেরকে রুখে দেবে।”

বিজ্ঞাপন

সবাই এক মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এক মাস সবাই ধৈর্য ধরেন। এরপর নিয়ম অনুযায়ী দাবি-দাওয়া তুলে ধরুন।”

এসময় প্রধান উপদেষ্টার ভাষণ দায়িত্বশীলতার পরিচয় পেয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD