হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু এনসিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির সূচনা করেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
প্রচার কার্যক্রমের শুরুতে নাহিদ ইসলাম বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ২৪-এর অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই এনসিপির নির্বাচনী পথচলা শুরু করা হয়েছে। এবারের নির্বাচন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা।
বিজ্ঞাপন
তিনি জানান, নতুন গড়ে ওঠা মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে ঢাকা-১১ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যেন এই ঐক্যজোটকে বিজয়ী করে।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের অবস্থান থেকে পুরোপুরি নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন সময়ে তারা দেখে আসছেন, একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তাদের অন্যতম প্রধান দাবি ও এজেন্ডা হলো বিচার নিশ্চিত করা। ২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আদায় এনসিপির রাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ।
এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার ঘোষণা দিয়ে এনসিপি নেতারা জানান, গণতন্ত্র, ন্যায়বিচার ও আধিপত্যমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।








