Logo

যে কারণে হংকংয়ে খেলেননি, জানালেন মেসি

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২২:৩২
60Shares
যে কারণে হংকংয়ে খেলেননি, জানালেন মেসি
ছবি: সংগৃহীত

সরকারি ঘোষণায় বলা হয়, “মেসিকে কেন খেলানো হয়নি, সে কারণে আয়োজকদের ডলার কেটে রাখা হবে।”

বিজ্ঞাপন

সম্প্রতি হংকং সফরে গিয়ে স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। প্রাক-মৌসুমে আগের চারটি ম্যাচে জয় বঞ্চিত মায়ামি স্বাগতিকদের ৪-১ গোলে হারালেও তা মোটেই সন্তুষ্ট হয়নি মেসি ভক্তরা। কেননা, ম্যাচটিতে মেসির অনুপস্থিতি আয়োজকদের দারুণ হতাশ করেছে।

এমনকি ম্যাচের শেষে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম ও কোচ জেরার্ডো মার্টিনোকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। নিজ হংকং সরকার মেসির অনুপস্থিতিতে আয়োজকদের ওপর ক্ষুব্ধ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। যে কারণে মায়ামির হয়ে মাঠে নামেননি তিনি। আর তাতেই হতাশ সমর্থকরা।

চরম হতাশা নিয়ে দর্শকরা টিকিটের টাকাও ফেরত চেয়েছেন। বিষয়টি কথা বলেছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

সরকারি ঘোষণায় বলা হয়, “মেসিকে কেন খেলানো হয়নি, সে কারণে আয়োজকদের ডলার কেটে রাখা হবে।”

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

সে সময়ে মেসিকে না খেলানোর বিষয়ে কথা বলেননি মায়ামির কোচ। এমনকি মেসিও এ বিষয়ে কোনও কথা বলেননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আর্জেন্টাইন মহাতারকার ভাষ্য, “পেশির অস্বস্তির কারণে আমি হংকংয়ে শেষ ম্যাচ মিস করি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। কারণ, অনেক ভক্ত এসেছিলেন। কিন্তু এটি (ইনজুরি) খেলার অংশ।”

বিজ্ঞাপন

মেসি যোগ করেন, “এটা দুঃখের। কারণ, আমি সবসময় সেখানে থাকতে চাই। বিশেষ করে যখন এই ধরনের খেলাগুলোর ক্ষেত্রে আমরা এতদূর ভ্রমণ করি এবং লোকেরা আমাদের একটি খেলা দেখতে অনেক আগ্রহী হয়। আশা করি, আমরা ফিরে এসে হংকংয়ে আরেকটি খেলা খেলতে পারবো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD