Logo

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০৪
46Shares
আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাকিব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর অবশ্য খেলা না থাকায় চোখের সমস্যা তেমন একটা ভোগায়নি তাকে

বিজ্ঞাপন

সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না। চোখের চিকিৎসা করানোর জন্য এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলার চাপের কারণে চোখের সমস্যা দেখা দেয় সাকিবের। বিশ্বকাপের পর অবশ্য খেলা না থাকায় চোখের সমস্যা তেমন একটা ভোগায়নি তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন টাইগারদের সাবেক এই অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে।

নির্বাচনের চাপের মাঝেও চোখের সমস্যা বেশ বেড়েছে সাকিবের। চলমান বিপিএল শুরুর আগেও বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করে আসেন ক্রিকেটের এই পোস্টারবয়। তবে বিপিএলে খেলার চাপের কারণে আবারো চোখে সমস্যায় ভুগতে দেখা যায় তাকে। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর এমনটাই জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশের তিন ফরম্যাটের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তার অধীনেই মাঠে নামবে টাইগার বাহিনী।

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD