Logo

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইংলিসের

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১০
75Shares
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইংলিসের
ছবি: সংগৃহীত

উইকেট পাননি ব্রেন্ডন ম্যাকমুলেন, ব্র্যাড হোয়েল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রেভস।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড-অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে-র ৬ ওভারে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া যেমন দলগত বিশ্বরেকর্ড গড়েছে, তেমনি পাওয়ার প্লে-র মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন ট্র্যাভিস হেড।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন জশ ইংলিস। দিনকে দিন নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস। তিনি ভেঙে দেন সাবেক অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ, মারুকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ও নিজেরই গড়া রেকর্ড। ৪৩ বলে সেঞ্চুরি করেন ইংলিস। অস্ট্রেলিয়ার হয়ে আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ৪৭ বলের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে ক্রিজে ঝড় তোলেন জশ ইংলিস। তিনি ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূরণ করেন। ইংলিস ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান মাত্র ৪৩ বলে। সাহায্য নেন ৭টি চার ও ৭টি ছক্কার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও অসি ব্যাটারের এটিই দ্রুততম শতরানের রেকর্ড।

এর আগে ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন অ্যারোন ফিঞ্চ। জশ ইংলিস ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরি করেন। গ্লেন ম্যাক্সওয়েলও ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ইংলিস ৪৯ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ২৯ বলে ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিজ।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের হয়ে ব্র্য়াড কুরি ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ক্রিস সোল। উইকেট পাননি ব্রেন্ডন ম্যাকমুলেন, ব্র্যাড হোয়েল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রেভস।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৬.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে যায়। ৪২ বলে ৫৯ রান করেন ম্যাকমুলেন। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। ৯ বলে ১৯ রান করেন জর্জ মুনসি। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি স্কটল্যান্ডের আর কেউ।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিজ ৩.৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। ১৬ রানে ২টি উইকেট নেন ক্যামেরন গ্রিন। ১টি করে উইকেট নেন জেভিয়ার বার্টলেট, অ্যারন হার্ডি, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD