Logo

মির্জাপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৯ নভেম্বর, ২০২৫, ১৬:২০
32Shares
মির্জাপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর পরিকল্পনায় নিজের স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে রোববার দুপুরে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহতের তৃতীয় স্ত্রী নাসরিন বেগমকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ আরও ৩–৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহতের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। শহিদুল ইসলাম গোড়াই নাজিরপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বিজ্ঞাপন

নিহতের বোন আলেয়া বেগম জানান, তার ভাই শহিদুল নিজের ইচ্ছায় তিনটি বিয়ে করেছিলেন। এক বছর আগে ১ নম্বর আসামি নাসরিন বেগমের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। শনিবার সকালে গাজীপুরে আলেয়ার ভাড়া বাসা থেকে নাসরিন শহিদুলকে গোড়াই নাজিরপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন।

এ সময় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল ফোন করে বোনকে জানান—নাসরিন তাকে মারার জন্য লোক লাগিয়েছে। কথা বলার মাঝেই কে বা কারা ফোনটি কেঁড়ে নেয়। এরপর থেকে শহিদুলের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।

অভিযোগে আরও বলা হয়, নাসরিন পরিকল্পিতভাবে অন্যান্য আসামিদের সহযোগিতায় শহিদুলকে বাসা থেকে ধরে একই এলাকার মোতালেব হোসেনের বাড়ির গলিতে নিয়ে যান। সেখানে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে শহিদুল মারা যান। নিহতের বোন আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মির্জাপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ