কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি–বদনা নিয়ে গেল এনজিও কর্মীরা

বাগেরহাটের চিতলমারীতে ঋণের কিস্তি পরিশোধে দেরি হওয়ায় এক গৃহবধূর হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শ্রাবণী হীরা (২২) জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) নামের এনজিওর চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধের শর্ত থাকলেও কিছু কিস্তি পরিশোধ বাকি পড়ে যায়। এ সময় তার স্বামী কাজের জন্য বাইরে ছিলেন।
শ্রাবণীর অভিযোগ, গত ২৯ অক্টোবর সকালে এনজিওর কয়েকজন কর্মী তাকে তিন বছরের সন্তানসহ অফিসে ডেকে নেয়। সেখানে তাদের একটি কক্ষে আটকে রেখে পরে ফিল্ড থেকে ফিরে কর্মীরা জোর করে দুইটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেয় এবং হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও একটি পিতলের বদনা রেখে দেয়। পরে ভয়ে তিনি বিষয়টি প্রকাশ করতে পারেননি।
বিজ্ঞাপন
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে মানবাধিকার লঙ্ঘন ও দুঃস্থ নারীর প্রতি অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ৭০ বছরের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
এ বিষয়ে ডিএফইডির চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, ‘গৃহবধূ শ্রাবণীর কিস্তি বকেয়া ছিল। নাকফুল নেওয়ার অভিযোগের কথা শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’








