ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা এক্সপ্রেসওয়েতে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা জানান, প্রাথমিক মনোনয়ন তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের পক্ষে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাতেই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। এ সময় তারা স্লোগান দিতে থাকেন এবং সমর্থন জানিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী ও গাড়ি চালকদের মধ্যে চরম অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, অবরোধের কারণে সাধারণ মানুষ বিপদে পড়লেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থান শক্ত রাখছেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ন্যায্যতা ফিরে আনতে এ ধরনের পদক্ষেপ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, অবরোধ স্থগিত না হওয়া পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচল ব্যাহত থাকবে এবং এটি ঢাকা-মুন্সিগঞ্জ যোগাযোগে গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করছে।








