ইউরোপে প্রতিদিন হৃদরোগে মৃত্যু হয় ১০ হাজার মানুষের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪


ইউরোপে প্রতিদিন হৃদরোগে মৃত্যু হয় ১০ হাজার মানুষের
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে হৃদরোগ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে অকালেই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদরোগে প্রতিবছর ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়। বুধবার (১৫ মে) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রতিদিন ইউরোপে ১০ হাজার মানুষের হৃদরোগে মৃত্যু হচ্ছে। এছাড়া প্রতি বছর এ জটিলতায় প্রায় চার মিলিয়ন বা ৪০ লাখ মানুষ মারা যাচ্ছেন। এজন্য সংস্থাটি ইউরোপীয়দের লবণ খাওয়া কমানোর আহ্বান জানিয়েছে।


এতে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার তালিকায় নারীদের চেয়ে পুরুষ এগিয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ইউরোপে গড়ে নারীদের তুললায় আড়াইগুণ বেশি পুরুষের হৃদরোগে মৃত্যু হয়।


আরও পড়ুন: মুসলিমদের প্রতি এত অবিচার কেন, প্রশ্ন নরেন্দ্র মোদির


ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ বলেন, “ইউরোপের লোকজন প্রতিদিনের খাবারে প্রয়োজনের তুলনায় অতিরিক্তি লবণ গ্রহণে অভ্যস্ত। এটি এ রোগ বিস্তারের অন্যতম কারণ। খাবারে লবণের মাত্রা ২৫ শতাংশ কমিয়ে আনতে পারলে ২০৩০ সাল নাগাদ মৃত্যুর সংখ্যা ৯ লাখ কমানো সম্ভব।”


হ্যান্স ক্লাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরোনো এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, “উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের তালিকায়ও শীর্ষে রয়েছে ইউরোপ।” তিনি জানান, এ মহাদেশের ৩০ থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে গড়ে ৩ জনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন।


আরও পড়ুন: ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড


বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে, মানবদেহের জন্য প্রতিদিন মাত্র ৫ গ্রাম থেকে এক চা চামচ লবণ প্রয়োজন। কিন্তু ইউরোপের সব দেশের বেশিরভাগ লোক এর চেয়ে বেশি পরিমাণে লবণ গ্রহণে অভ্যস্ত। এরমধ্যে পশ্চিম ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপে দেশে এ প্রবণতা বেশি।


বিবৃতিতে তিনি আরও বলেন,“অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশ বেড়ে যায়।”


জেবি/এসবি